ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় উপকূল থেকে ৫৭ বাংলাদেশি জেলে আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, নভেম্বর ১০, ২০১৫
ভারতীয় উপকূল থেকে ৫৭ বাংলাদেশি জেলে আটক

কলকাতা: ভারতীয় জল সীমায় ঢুকে পড়ার অভিযোগে দু’টি নৌকাসহ ৫৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাতে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর টহল নৌকা 'সুচেতা কৃপালিনি' নৌকা দু’টিসহ তাদের ‍আটক করে।



জানা গেছে, ভারতীয় জল সীমার ৩ নটিক্যাল মাইল ভেতরে ওই নৌকা দু’টির জেলেরা মাছ ধরছিল। এ সময় বিষয়টি টহলরত উপকূল রক্ষী বাহিনীর নজরে এলে তারা নৌকাসহ ওই জেলেদের আটক করে।

প্রাথমিকভাবে নৌকা দু’টি ভারতীয় সীমানায় অবস্থিত সাগর দ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে নৌবাহিনীর নিয়ম অনুসারে মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের ‘মেরিন পুলিশ’-এর হাতে তুলে দেওয়া হয়। নৌকা দু’টি থেকে প্রায় ৬০ কেজি মাছ পাওয়া গেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা,১০ নভেম্বর  , ২০১৫
ভিএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।