ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা উপ হাইকমিশনে তিনদিনের আর্ট ক্যাম্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
কলকাতা উপ হাইকমিশনে তিনদিনের আর্ট ক্যাম্প

কলকাতা: প্রতি বছরের মতো এবারও কলকাতায় মিলিত হচ্ছেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা। একই প্রাঙ্গণে তারা ক্যানভাসে ফুটিয়ে তুলবেন ছবি।

এ উদ্যোগ কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের।

শুক্রবার (২০ নভেম্বর) এ ক্যাম্প শুরু হবে। শেষ হবে রোববার (২২ নভেম্বর)।

ক্যাম্পের উদ্বোধন করবেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শিল্পীরা এ ক্যাম্পে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।