ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আন্দোলন নিয়ে রামদেবকে কটাক্ষ করলেন সমাজকর্মী আন্না হাজারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ১১, ২০১১

কলকাতা: ভারতে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরত যোগগুরু বাবা রামদেবকে কটাক্ষ করলেন সমাজকর্মী আন্না হাজারে।

শনিবার সকালে মহারাষ্ট্রে সংবাদমাধ্যমকে আন্না হাজারে বলেন,‘রামদেব আন্দোলন চালানোর মতো পরিণত নন।

কারণ যোগব্যায়াম ছাড়া আর অন্য কিছুর তার কোন অভিজ্ঞতা নেই। ’

তিনি আরও বলেন, ‘সামাজিক কাজে যুক্ত হওয়ার জন্য একজনকে অনেক বিষয় সমন্ধে ওয়াকিবহাল থাকতে হয়। বাবার(রামদেব) এখনও অনেক কিছু শেখা বাকি আছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া এখন ওনার স্বভাবে দাঁড়িয়ে গেছে। ’

হরিদ্বারে অনির্দিষ্টকালের জন্য অনশনরত রামদেবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এই খবরের প্রতিক্রিয়া আন্না বলেন, ‘ সরকারের উচিত মানবিকতার খাতিরে ওনার সঙ্গে আলোচনা শুরু করা। সরকারের বিরুদ্ধে আন্দোলন করার অধিকার রামদেবের আছে। ভারতের গণতন্ত্রই তাকে এই অধিকার দিয়েছে। ’

ভারতীয় সময়: ১৬৫৯ঘণ্টা, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।