ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

থিম্পু, ভুটান থেকে: থিংসলে (ভুটানের ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা) জানালেন, বসা অবস্থায় গৌতম বুদ্ধের সর্বোচ্চ মূর্তি এটি। যা প্রায় ১৮০ ফুট।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৩ হাজার ফুট ওপরে এ মূর্তি স্থাপন করা হয়েছে।

থিম্পু শহর ঘেঁষা পাহাড়টিতে ঘুরে ঘুরে চূড়ায় উঠতে হয়। এটাকেই বলা হয় ‘বুদ্ধা চূড়া’।

উচুঁ স্তম্ভের ওপর সূর্যের কিরণকে যেন অাগলে রেখেছে পিতলের বিশাল মূর্তি। মাথার পেছন থেকে রশ্মি বিকরিত হচ্ছে। প্রার্থনার ঢংয়ে বসা বুদ্ধ।

বুদ্ধকে ঘিরে রয়েছেন ৩২ জন অপ্সরা। থিংসলে জানালেন, অপ্সরা হচ্ছে পরী।
স্তম্ভের দেয়ালে হাতি, ময়ূর, শকুন মানবের তেরোকাঁটা।

স্তম্ভের পাদদেশের চত্বর থেকে থিম্পু শহরের বাড়িগুলোকে খেলনার মতো দেখায়। দূরে কিছু সুউচ্চ পাহাড়ের মাথায় জমে অাছে সাদা বরফ।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
জেডএস

** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।