ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশকে প্রয়োজন, বললেন মেঘালয়ের মূখ্যমন্ত্রী

মাজেদুল নয়ন, বিবিআইএন র‌্যালি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বাংলাদেশকে প্রয়োজন, বললেন মেঘালয়ের মূখ্যমন্ত্রী ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

শিলং, মেঘালয় থেকে শিলচর, অাসামের পথে: মেঘালয়ের মূখ্যমন্ত্রী মুকুল সাংমা বলেছেন, উত্তর পূর্ব ভারতের পণ্য পশ্চিম ভারতে পৌঁছাতে বাংলাদেশকে প্রয়োজন। এর জন্য বাংলাদেশ-ভূটান-ভারত-নেপাল এমভিএ (মোটর ভেহিকেলস এগ্রিমেন্ট) চুক্তি বাস্তবায়ন প্রয়োজন।



বৃহস্পতিবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে বিবিঅাইএন (বাংলাদেশ-ভূটান-ভারত-নেপাল) মোটর র্যালিকে স্বাগত জানানোর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মুকুল সাংমা।

তিনি বলেন, এই রাজ্যের সবকিছুই সুন্দর। এখানে নির্ভেজাল বাতাস পাবেন। এখানে মানুষের মধ্যে রয়েছে বৈচিত্র। অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস এখানে। যার স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

তিনি বলেন, এই চারটি দেশ একটি ঝুড়ির চারটি ফল। সেটা যদি এক টেবিলে রাখা হয়, মানুষ যেম সবধরনের বৈচিত্রের দেখা পাবে, তেমনি এ চারটি দেশ একসঙ্গে থাকলে সব ধরনের সংস্কৃতি, অাচার আর ভোগ্যপণ্যের সুবিধা পাবে এর সকল মানুষ।

মুকুল সাংমা আরও বলেন, এ অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি বাড়াবে পিটুপি (পিপলস টু পিপলস) কর্মসূচি। পিটুপির মাধ্যমে মানুষের সঙ্গে অাদান প্রদান বাড়লেই বাণিজ্য বাড়তে থাকবে।

তিনি বলেন, উত্তর পূর্ব দিকে ভারতকে উন্নয়ন ছড়িয়ে দিতে বাংলাদেশকে যেমন প্রয়োজন। তেমনি ভুটান ও নেপালকেও প্রয়োজন।

তিনি বলেন, অামি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেছি, যেনো অামরা অার্ন্তজাতিক সীমানা ব্যবহার করতে পারি। তিনি বুঝতে পেরেছেন অামরা অার্ন্তজাতিক সীমানা শেয়ার করতে পারলে সবচেয়ে বেশি লাভবান হবে এখানকার মানুষ। বাণিজ্যের গতিও হু হু করে বাড়বে।

এখন সময় এসেছে আমাদের সীমানা উন্মুক্ত করে দেয়ার। আমাদের পণ্যকে শক্তিশালী করার, বলেন মুকুল সাংমা। তিনি বলেন, এই র্যালীর মধ্য দিয়ে সড়ক যোগাযোগের বন্ধুত্ব শুরু। এখন সবাইকে এখানে সম্পৃক্ত করতে হবে।

মেঘালয়ের পরিবহন বিষয়ক মন্ত্রী এইচ ডি অার লিংডো বলেন, সড়ক যোগাযোগের মধ্য দিয়ে বাণিজ্যের নতুন দ্বার খুলবে।

সেমিনারে বাংলাদেশ দলের প্রতিনিধিত্বকারী স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মন্ডল বলেন, বিবিঅাইএন এমভিএ চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ অান্তরিক। বাকি তিনটি দেশের সরকারকে তিনি এ চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, চুক্তি স্বাক্ষর হয়ে গেছে এখন প্রোটোকল স্বাক্ষর করে বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।

সেমিনারে ভুটান, নেপাল ও ভারতের প্রতিনিধি দলের নেতারাও বক্তব্য রাখেন। বক্তারা চারটি দেশের মধ্যে অান্তঃসড়ক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন। সেমিনার শেষে মেঘালয় থেকে র্যালির ফ্ল্যাগ অফ করেন মুকুল সাংমা।

বাংলাদেশ সময় ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এমএন/এমএমকে

** চোখ জুড়ানো শিলংয়ে বড়া নদীর পাড়ে
** ব্রহ্মপুত্রের পাড় ধরে এবারে যাত্রা শিলচরে
** অবশেষে সমতলে, ব্রহ্মপুত্রের পাড়ে
** পাপীকে গ্রাস করা মেবার টিশো হ্রদ
** পুরে ওয়ারমং বাজারে
** যে দেশে সুখটাই প্রধান
** আবারও ভারতের উদ্দেশে যাত্রা
** ভুটানে শেষ রাত, মনগারে র‌্যালি
** ১৩শ ফুট ওপরে বরফ মাড়িয়ে ছুটে চলা
** বিদায় ‘ভ্যালি অব বিউটিফুল গার্লস’
** ভুনতাংয়ের ঠাণ্ডায় তুগবোর উত্তাপ
** ইয়াকের দেখা মিললো উরা উপত্যকায়
** মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার ভুমতাংয়ে
** অস্ত্রহীন পুলিশ, সিগন্যাল ছাড়া ট্রাফিক
** পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম!
** থিম্পুতে ফ্ল্যাগ অফ করলেন ধুনজেল
** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।