ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুম্বাইয়ে সন্ত্রাসীদের হাতে বাঙালি সাংবাদিক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জুন ১২, ২০১১

কলকাতা: ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে খুন হলেন বাঙালি সাংবাদিক জোর্তিময় দত্ত। শনিবার দুপুরে ফুয়াই অঞ্চলে তার বাসায় ঢুকে গুলি চালায় ৪ সন্ত্রাসী।



গুরুতর আহত জোর্তিময়কে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

 মুম্বাইয়ের মিড ডে পত্রিকার ক্রাইম রির্পোটার জোর্তিময় ‘ জে দে’ হিসাবে সাংবাদিকমহলে পরিচিত ছিলেন। এই পত্রিকাটির হয়ে মুম্বাইয়ের আন্ডারওর্য়াল্ডের খবর সংগ্রহ করতেন।
তাকে বলা হত ‘ফাদার অব ক্রাইম রির্পোটিং’।

তার ঘনিষ্ঠ মহলের মতে, কয়েকদিন ধরেই আন্ডার ওর্য়াল্ডের কাছে হত্যার হুমকি পাচ্ছিলেন তিনি।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘন্টা, জুন ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।