ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘গুরুত্বহীন’ মন্ত্রীত্বে থাকতে চাইছেন না কংগ্রেসের মনোজ চক্রবর্তী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, জুন ১২, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের নয়া মন্ত্রীসভার মন্ত্রক নিয়ে আপত্তি তুললেন কংগ্রেস নেতা ও বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী। শপথ নেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তার অভিযোগ তাকে যে মন্ত্রক দেওয়া হয়েছে তা ‘গুরুত্বহীন’।



মন্ত্রীত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে শনিবার ক্ষুদ্ধ মনোজ চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমি তো বাচ্চা ছেলে নই যে মন্ত্র্রীত্ব নামক  ললিপপ চুষব! দরকার কী লোক দেখানো মন্ত্রী সেজে থাকার। বিধায়ক থেকেও তো মানুষের জন্য কাজ করা যায়। ’

তার এই ধরনের উক্তি জোট সর্ম্পকের ক্ষতি করবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তা কেন! অমি কংগ্রেসের বিধায়ক হিসাবে জোট সরকার জনস্বার্থে যা যা কর্মসূচী নিয়েছে তা রূপায়নে কাজ করব। ’

তিনি আরও বলেন, ‘আমি তো মন্ত্রী হয়েছিলাম কাজ করব বলে। কিন্তু যা মন্ত্রক দেওয়া হয়েছে তাতে বিধানসভার বাইরে আমার কোন কাজ নেই। যদি এর সঙ্গে অন্য কোন মন্ত্রক দেওয়া হত তা হলে একটা কথা ছিল। ’

তিনি মন্ত্রীত্ব ছাড়তে চান এই কথা মুখ্যমন্ত্রীকে না জানালেও তিনি দলকে জানিয়েছেন বলে বলেন।

এই প্রসঙ্গে তার সাফ কথা,‘ আমার দল আমাকে মন্ত্রী করেছে। তাই আমার ক্ষোভের কথা দলকে বলেছি। তাছাড়া মমতাদি মুখ্যমন্ত্রী। নানা কাজে ব্যস্ত থাকেন। তাকে বিরক্ত করতে চাইনি। ’

উল্লেখ্য, মনোজ চক্রবর্তী পরিষদীয় মন্ত্রকের প্রতিমন্ত্রী। মহাকরণের ক্যাবিনেট রুমের পাশেই তার কক্ষ। গত ৩ জুন শপথ নেওয়া পর শনিবার পর্যন্ত মাত্র চারদিন তিনি তার কক্ষে বসেছেন। সরকারিভাবে তাকে গুরুত্বপূর্ণ বিষয় জানানোর প্রয়োজন বোধ করছেন না কেউই। কারণ তার মন্ত্রকের কোন গুরুত্ব নেই। তার ওপর তিনি প্রতিমন্ত্রী।

ফলে মনোজ চত্রবর্তী বুঝেছেন তার মন্ত্রীসভায় বিশেষ কোন গুরুত্ব নেই। তাই মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করতে চলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘন্টা, জুন ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।