ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ম্যাগি নুডলসের পর এবার বিতর্কে পাস্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ম্যাগি নুডলসের পর এবার বিতর্কে পাস্তা

কলকাতা: ম্যাগি নুডলসের বিতর্কের পর অতিরিক্ত সীসা থাকার অভিযোগ উঠেছে নেসলে কোম্পানির আরেক পণ্য পাস্তার ওপর। উত্তর প্রদেশের একটি পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা গেছে নেসলে কোম্পানির পাস্তাতে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি সীসা রয়েছে।



ভারতে খাদ্য দ্রব্যে অনুমোদিত সীসার মাত্রা প্রতি মিলিয়নে ২.৫ পার্টস (পিপিএম)। সেখানে পরীক্ষা করা পাস্তাতে ৬ পার্টস প্রতি মিলিয়ন সীসা পাওয়া গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, নেসলে কোম্পানির পাস্তাকেও নিষিদ্ধ করার হতে পারে। যদিও নিষিদ্ধ সংক্রান্ত খবরের কোনো সত্যতা এখন অবধি পাওয়া যায়নি।

অতিরিক্ত পরিমাণে সীসার পাওয়ার খবর প্রকাশের পর নেসলের তরফে দাবি করা হয়েছে তাদের সমস্ত খাদ্য দ্রব্য নিরাপদ।

ম্যাগির বিতর্কের পর পাস্তা নিয়ে অভিযোগ ইতিমধ্যেই ভারতে আলোড়ন তুলেছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।