ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আরও এক পাক চর গ্রেপ্তার, হামলা হতে পারে কলকাতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
আরও এক পাক চর গ্রেপ্তার, হামলা হতে পারে কলকাতায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সরকারি ভাবে ঘোষণা না হলেও আরও এক পাক গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতায়। বুধবার (২ ডিসেম্বর) কলকাতার পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।



এর আগে  ২৯ নভেম্বর কলকাতার মেটিয়াবরুজ এলাকা থেকে তিন পাক গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া পাক গুপ্তচরের বিষয়ে সরকারিভাবে এখনও কোন ঘোষণা করা হয়নি। তবে সূত্রের মাধ্যমে জানা যায় যে গ্রেপ্তার হওয়া তিন পাক গুপ্তচরকে জেরা করেই এই গুপ্তচর সম্পর্কে তথ্য পাওয়া গেছে। আরও কিছু জঙ্গি কলকাতায় থাকতে পারে বলে বিভিন্ন মহলে মনে করা হচ্ছে।

অন্যদিকে জানা গেছে কাশ্মীর এবং দার্জিলিংসহ ভারতের বিভিন্ন এলাকায় তল্লাশি চলেছে। ভারত সরকারের তরফ থেকে কলকাতা ,দিল্লি, মুম্বাইয়ে বিস্ফোরণ বা যেকোনো ধরনের নাশকতা ঘটানো হতে পারে বলে সতর্ক বার্তায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
ভি.এস/আরআই

 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।