ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুর বিল মন্ত্রিসভায় অনুমোদন, বিধানসভায় আজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০১১
সিঙ্গুর বিল মন্ত্রিসভায় অনুমোদন, বিধানসভায় আজ

কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন জোট সরকারের প্রথম বিধানসভার অধিবেশনে সোমবার ‘সিঙ্গুর বিল’ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। মঙ্গলবার বিলটি বিধানসভায় পেশ করবে রাজ্য সরকার।



সোমবার বেলা আড়াইটায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে তৃণমূল পরিষদীয় দলের। সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে রাজ্য সরকার একটি বিল আনবে বলে বৈঠকে প্রস্তাব আনা হয়। আলোচনার শেষে প্রস্তাবটি বিল আকারে বিধানসভায় মঙ্গলবার পেশ করারও সিদ্ধান্ত হয়।

তৃণমূল সূত্রে জানা গেছে, বিধানসভায় রাজ্য সরকারের পক্ষে বিলটি পেশ করবেন পরিষদীয় ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওইদিন তৃণমূলের সব বিধায়ককে সকাল ১০টার মধ্যে বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন চিফ হুইপ শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিকে, সপ্তাহের প্রথম দিনে সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। রাজ্যপালের ভাষণের মধ্যদিয়ে অধিবেশন শুরু হয়। রাজ্যপাল এমকে নারায়ণন শুরুতেই শোকপ্রস্তাব পাঠ করেন। পরে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে।

শোকপ্রস্তাবে সিঙ্গুর ও নন্দীগ্রামের ঘটনার উল্লেখ করা হয়।

রাজ্যপাল বলেন, ‘গণতান্ত্রিক পন্থায় সব সমস্যার সমাধান চাই। আমি নতুন সরকারকে স্বাগত জানাচ্ছি। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। রাজবন্দিদের জন্য কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের আর্থিক সমস্যা নতুন সরকারকে মোকাবিলা করতে হবে। ’

তিনি আরও বলেন, ‘সমস্যার সুরাহা হবে বলে আমি আশাবাদী। শিল্পায়নের ক্ষেত্রেও রাজ্য পিছিয়ে পড়েছে। তাই নতুন শিল্প দরকার। রাজ্যে কর্মসংস্থান করতে হবে। কৃষকদের স্বার্থ রক্ষার অগ্রাধিকার চাই। জঙ্গলমহলের নিরন্ন মানুষের জন্যও ব্যবস্থা করতে হবে। পাহাড়ের সমস্যা সমাধানের পথে। ’

অন্যদিকে, রাজ্যপাল যখন ভাষণ দিচ্ছিলেন তখন ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার প্রতিবাদ জানায় বামফ্রন্টের বিধায়করা। তারা থাকেন, তাদের ঘর ছাড়া নেতাকর্মীদের ঘরে ফিরে আসার ব্যবস্থা সরকারকে করতে হবে।

অধিবেশনের পর সিঙ্গুর নিয়ে রাজ্য সরকারের পেশ করতে যাওয়া বিলের অনুলিপি বিধায়কদের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশে সময়: ১২৩৮ ঘণ্টা, জুন ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।