ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় পৌর মেয়রদের নিয়ে প্রথম বৈঠক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আগরতলায় পৌর মেয়রদের নিয়ে প্রথম বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় পৌরসভা নির্বাচনের পর মেয়রদের নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) পৌরসভা কনফারেন্স হলে আয়োজিত এ বৈঠকে সব মেয়ররা ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী ও কমিশনার মিলিন্দ রামটেক।



ড. প্রফুল্লজীৎ সিনহা জানান, পৌরসভা প্রতিমাসে দু’বার এ ধরনের বৈঠকের আয়োজন করে থাকে। এ বৈঠকে পৌরসভার সব কাজ-কর্মের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।