ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিএসএফ-বিজিবি চেষ্টা

পরিবারে ফিরে গেল কুমিল্লার রুনা আক্তার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
পরিবারে ফিরে গেল কুমিল্লার রুনা আক্তার

আগরতলা: গত বছর অক্টোবর মাসে বাবা-মায়ের উপর অভিমান করে অজানার উদ্দেশে পা বাড়ায় কুমিল্লার রুনা আক্তার। ১৮ বছর বয়সী এই তরুণী ঘুরতে ঘুরতে এসে পৌঁছায় ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট এলাকায়।



এরপর ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে পুলিশ। ভারতের কৈলাসহর আদালত এই অপরাধে তাকে জেলেও পাঠায়।

কারাগার থাকাকালীন সময়ে রুনার কাছ থেকে পুলিশ তার বাড়ির ঠিকানা নিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

রুনার বাবা-মা জানতে পারে তাদের মেয়ে কারাগারে রয়েছে। বিজিবি ও বাংলাদেশ পুলিশের সঙ্গে শনিবার (০২ জানুয়ারি) তার বাবা-মা আসেন ত্রিপুরার মনু ল্যান্ড কাস্টম স্টেশনে। সেখানে ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং বিএসএফ সদস্যদের সঙ্গে আসে রুনা।

পরিবারের সদস্যদের দেখে কান্নায় ভেঙে পড়ে রুনা, চোখের পানি ধরে রাখতে পারেননি তার মা। ওইদিন রাতেই আইনি প্রক্রিয়া শেষে রুনাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।