ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মালবাহী ব্রডগেজ ট্রেন পৌঁছেছে ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
মালবাহী ব্রডগেজ ট্রেন পৌঁছেছে ত্রিপুরায়

আগরতলা: ব্রডগেজ ট্রেনের ইঞ্জিনের পর এবার মালবাহী ট্রেন এসে পৌঁছেছে ত্রিপুরায়।

সোমবার (০৪ জানুয়ারি) ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজ্যে এসে পৌঁছায় ট্রেনটি।



১২৯৮১ ডব্লিউ ডি জি ৪ নম্বরের ব্রডগেজ ট্রেনের ইঞ্জিন পাথর বোঝাই মালবাহী বগিগুলোকে রাজধানী আগরতলা থেকে রেলপথে ১৪১ কি.মি. দূরে উত্তর জেলার ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে নিয়ে আসা হয়।

এর মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যে ব্রডগেজ সম্প্রসারণের কাজ আরও এক ধাপ এগিয়ে গেলো।

আগামী ১৩ জানুয়ারি ব্রডগেজ ট্রেনের ইঞ্জিন আগরতলায় আসতে পারে বলে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।