ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় গাইবেন পাকিস্তানি গায়ক গুলাম আলী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
কলকাতায় গাইবেন পাকিস্তানি গায়ক গুলাম আলী গুলাম আলী

কলকাতা: পাকিস্তানের প্রখ্যাত গজল শিল্পী গুলাম আলী কলকাতার পার্ক সার্কাস ময়দানের অনুষ্ঠানে গাইবেন আগামী ১২ জানুয়ারি (মঙ্গলবার)।

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়ন এ তথ্য জানান।

কলকাতার ওই অনুষ্ঠানে গুলাম আলীর সঙ্গে থাকবেন তার ছেলেও।

এর আগে মুম্বাই ও পুনায় গুলাম আলীর গানের অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। কিন্তু দেশটির কিছু সংগঠনের বিরোধিতার কারণে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।

এ বিষয়ে ডেরেক ও’ব্রায়ন বলেন, সংগীতের মধ্যে কোনো বিতর্ক বা বিভেদ থাকা উচিত নয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণেই গুলাম আলী ওই অনুষ্ঠানে গান গাইতে আসছেন।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
ভিএস/টিআই








বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।