ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

একাদশ ত্রিপুরা বিধানসভার ৯ম অধিবেশন শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
একাদশ ত্রিপুরা বিধানসভার ৯ম অধিবেশন শুরু ছবি: সংগৃহীত

আগরতলা: রাজ্যপাল তথাগত রায়ের বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার (০৮ জানুয়ারি) শুরু হয়েছে একাদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন।

এদিন বিধানসভায় দেওয়া রাজ্যপালের বক্তব্যে সম্প্রতি প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন থেকে শুরু করে দেশ রক্ষার জন্য উগ্রবাদীদের হাতে নিহত ভারতের সেনা জওয়ানদের প্রসঙ্গ উঠে আসে।



রাজ্যপালের দেওয়া প্রায় এক ঘণ্টা ১০ মিনিট দীর্ঘ বক্তব্যে উঠে আসে ত্রিপুরা রাজ্যের আর্থ সামাজিক অবস্থার উত্তরোত্তর উন্নতির বিষয়টি।

সেই সঙ্গে তুলে ধরেন রাজ্যের আগামী দিনের পরিকাঠামোগত উন্নয়নের নানা পরিকল্পনার কথাও।

বিধানসভা অধিবেশন চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।