ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ ও কলকাতা পড়ুক নেরুদা: স্যালডিয়াস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
বাংলাদেশ ও কলকাতা পড়ুক নেরুদা: স্যালডিয়াস

কলকাতা: আসন্ন কলকাতা বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে চিলির কবি পাবলো নেরুদার কবিতার বাংলা অনুবাদ। সোমবার (২৫ জানুয়ারি) বইমেলার উদ্বোধন হতে চলেছে।

এ বছরের থিম চিলি। এ মঞ্চ থেকেই এই বইয়ের উদ্বোধন করা হবে।

কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন চিলির কালচারাল কনসুলার ম্যানুয়াল জোশ স্যালডিয়াস।

এ বিষয়ে  ম্যানুয়াল জোশ স্যালডিয়াস বাংলানিউজকে বলেন, পাবলো নেরুদার কবিতা বাংলায় প্রকাশ করতে পেরে আমরা খুশি। নেরুদাকে নিয়ে ভারত ও বাংলাদেশের মানুষের উৎসাহের কথা চিলির জনগণ জানে।

নেরুদার এ বই তিন বছর আগে চিলিতে বাংলায় প্রকাশ করা হয়েছিলো। বইমেলায় বইটির পুনর্প্রকাশ করা হবে বলে তিনি জানান।

কবিতার অনুবাদ করেছেন জয়া চৌধুরী। এছাড়াও চিলির অন্য নোবেলজয়ী লেখক গ্যাব্রিয়েল মিস্ত্রালের লেখা বইয়ের অনুবাদ বাংলা, হিন্দি ও মারাঠি ভাষায় করা হয়েছে। এ বইগুলোও প্রকাশ করা হবে।

স্যালডিয়াস আরও বলেন,  নেরুদাকে নিয়ে বাঙালিদের উৎসাহ আমাকে আপ্লুত করেছে। আশা করছি, কলকাতা বইমেলায় আরও অনেক নেরুদার গুণমুগ্ধ বাঙালি পাঠকের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাবো।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ভিএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।