ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ভ্রূণ হত্যাবিরোধী পথ নাটিকা প্রদর্শন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
আগরতলায় ভ্রূণ হত্যাবিরোধী পথ নাটিকা প্রদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: কন্যা ভ্রূণ হত্যার প্রতিবাদে পথ নাটিকা প্রদর্শন করলো আগরতলার তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।

বিদ্যালয়টিতে জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) বার্ষিক শিবির চলাকালে সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রীরা এই পথ নাটিকা প্রদর্শন করে।



স্কুলটির এনএসএস’র অধিকর্তা শিক্ষিকা শম্পা দাস বলেন, সারা ভারতে পুত্র সন্তানের তুলনায় কন্যা সন্তানের শতকরা হার অনেক কম। এজন্য আমি কন্যা ভ্রূণ হত্যাকে দায়ী মনে করি। এই বিষয়ের প্রতিবাদ জানিয়ে ও এর ভয়াবহতার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে ছাত্রীরা এই নাটিকার আয়োজন করেছে।

তবে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এই বিষয়ে ত্রিপুরার অবস্থা অনেক ভালো বলে মন্তব্য করেন তিনি।

এক সপ্তাহব্যাপী এই বার্ষিক শিবির চলবে আগামী বুধবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।