ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় অত্যাধুনিক প্রযুক্তির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ত্রিপুরায় অত্যাধুনিক প্রযুক্তির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: টাটা মোটরস ও টাটা ট্রাস্টের সহযোগিতায় ত্রিপুরায় চালু হলো অত্যাধুনিক প্রযুক্তির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আগরতলার ইন্দ্ররনগরে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টাটা ট্রাস্টের অ্যাসোসিয়েটেড ডিরেক্টর বিশ্বনাথ সিনহা, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব এম নাগারাজুসহ টাটা মোটরস ও ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরের উচ্চ আধিকারিকরা।

ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। এরপর অতিথিরা প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন।

গত বছরের জুলাই মাসে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য ত্রিপুরা সরকার ও টাটা ট্রাস্টের মধ্যে চুক্তি সই হয়। টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা আগরতলায় এসে এই চুক্তি সই করেন। এর পরিপ্রেক্ষিতে ইন্দ্ররনগরের আইটিআই’কে আধুনিকীকরণ করে অত্যাধুনিক এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তৈরি করা হয়।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।