ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী আটক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ত্রিপুরায় স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী আটক

আগরতলা: বৃদ্ধ স্বামী বনবিহারী দেবনাথকে খুনের অভিযোগে স্ত্রী কৃষ্ণমালা দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ত্রিপুরার পশ্চিম জেলার নরসিংগড় থানার হাতিবাগান এলাকায় এ ঘটনা ঘটেছে।



এলাকাবাসী জানান, বনবিহারী দেবনাথের (৭০) সঙ্গে তার স্ত্রী কৃষ্ণমালা দেবনাথের (৬০) সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঝগড়া হয়। এক পর্যায়ে কৃষ্ণমালা স্বামী বনবিহারীকে লাঠি দিয়ে মারতে শুরু করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাতের আঁধারে কৃষ্ণমালা তার স্বামী বনবিহারীর মরদেহ বাড়ির পার্শ্ববর্তী এলাকায় নিয়ে ফেলার সময় প্রতিবেশীরা দেখে ফেলেন। লোকজন নরসিংগড় থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

অভিযুক্ত কৃষ্ণমালা দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।