ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার অমরপুর কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বামফ্রন্ট

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ত্রিপুরার অমরপুর কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বামফ্রন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার ৪২ নম্বর অমরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হলো মঙ্গলবার ১৬ই ফেব্রুয়ারি। প্রত্যাশিতভাবে এই আসনে জয়ী হলেন বামফ্রন্ট প্রার্থী।



ভারতের অন্য কয়েকটি রাজ্যের সঙ্গে মঙ্গলবার ত্রিপুরার অমরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হয়। ৩ দফার গণনা শেষে সিপিআই (এম) প্রার্থী পরিমল দেবনাথকে বিজয়ী ঘোষণা করা হয়। তার মোট প্রাপ্ত ভোট ২০ হাজার ৩শ‘ ৫৫টি। অপর দিকে রাজ্যের প্রধান বিরোধীদল কংগ্রেসকে (আই) তৃতীয় স্থানে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি দল। বিজেপি প্রার্থী রঞ্জিৎ দাসের মোট প্রাপ্ত ভোট ৯ হাজার ৭শত ৫৮টি। কংগ্রেস (আই) প্রার্থী চঞ্চল দে পেয়েছেন মোট ১ হাজার ২শ‘ ৩১টি ভোট।

ভোটের ফল প্রকাশ হতেই আনন্দ উল্লাসে মেতে উঠেন সিপিআই (এম) বামফ্রন্টের কর্মী সমর্থকরা। তারা নিজেদের মধ্যে লাল আবির নিয়ে খেলা শুরু করেন, বিজয় মিছিলেও সামিল হন। অপর দিকে দ্বিতীয় স্থানে উঠে আসায় বিজেপি দলের কর্মী সমর্থকদের মধ্যেও খুশির জোয়ার লক্ষ্য করা যায়। বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতারা ছুটে যান অমরপুরে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।