ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এনআইটি পরিদর্শন করলেন ত্রিপুরার রাজ্যপাল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এনআইটি পরিদর্শন করলেন ত্রিপুরার রাজ্যপাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার জিরানিয়া এলাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (এনআইটি) পরিদর্শন করলেন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এনআইটি ক্যাম্পাসে পৌঁছালে কর্মকর্তা গোপাল মুগরাইয়াসহ অন্য অধ্যাপকরা উষ্ণ অভ্যর্থনা জানান।



পরে রাজ্যপাল সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রী ও অধ্যাপকদের সামনে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে পাঠদান করেন। এদিন তথাগত রায়ের আলোচনার বিষয়বস্তু ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যের মৌলিক পার্থক্য।

তথাগত রায় কর্মজীবনের প্রথমে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি কলকাতার পাতাল রেলওয়ে প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ও পরবর্তী সময় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।