ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটে বিচ্ছিন্ন বিশৃঙ্খলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটে বিচ্ছিন্ন বিশৃঙ্খলা

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার ৩২ টি বিধানসভা আসনে নির্বাচনে সোমবার (১১ এপ্রিল) ভোটগ্রহণ চলছে।

তবে এসব কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। টানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।  
ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের লোকজন ভোটারদের হুমকি ও ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন এদিকে বিরোধী দলের বিভিন্ন প্রার্থী।

এছাড়া ভোটারদের প্রভাবিত করার এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয় থাকার অভিযোগও করেছেন তারা। যদিও শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
তিন জেলার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত বোমাবাজির খবরও পাওয়া গেছে।
প্রথম ৫ ঘণ্টায় ৩৯ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছিলো ২০ শতাংশ।

এর আগে ৪ এপ্রিল রাজ্যের পশ্চিম মেদিনীপুরের ছয়টি, বাঁকুড়ার তিনটি ও পুরুলিয়ার ৯টি আসনে প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।