ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হাইব্রিড ধান চাষে ক্ষতির মুখে ত্রিপুরার চাষিরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
হাইব্রিড ধান চাষে ক্ষতির মুখে ত্রিপুরার চাষিরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বোরো মৌসুমে হাইব্রিড ধান চাষ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ত্রিপুরার গোমতী জেলার চাষিদের একাংশ।

খবর পেয়ে মঙ্গলবার (১২ এপ্রিল) সরেজমিনে অনুসন্ধানে যান কৃষি কর্মকর্তারা।

ক্ষতি পোষাতে এ সময় সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

হাইব্রিড ধান চাষে উৎসাহিত করতে ত্রিপুরা সরকারের কৃষি দফতর থেকে গোমতী জেলার উদয়পুর মহকুমার রানী গাঁওসভার ৩০ চাষিকে উচ্চ ফলনশীল বীজ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। তারা ৩০ হেক্টর জমিতে এ ধানের চাষ করেন।

জমিতে প্রচুর ফলনও হয়। কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় সিংহভাগ ধানই চিটা হয়ে গেছে। প্রায় সব জমির ধানেরই একই অবস্থা। মাথায় হাত পড়ে চাষিদের। তাদের ধারণা, টানা বর্ষণের কারণে এমনটা হয়ে থাকতে পারে।

খবর পেয়ে গোমতী জেলা কৃষি কর্মকর্তারা একাধিক জমি থেকে চিটা হওয়া ধানের নমুনা সংগ্রহ করেছেন। এগুলো পরীক্ষা করে কারণ অনুসন্ধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তারা।

সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও আশ্বাস দিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
জিসিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।