ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে এগিয়ে মমতার তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, মে ১৯, ২০১৬
পশ্চিমবঙ্গে এগিয়ে মমতার তৃণমূল

ঢাকা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ভোট গণনা শুরুর আধাঘণ্টার মধ্যেই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার খবর আসছে।

 

বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) একযোগে রাজ্যের মোট ২০টি জেলার ৯০টি গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়।

 

সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ (বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিট) স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, এখন পর্যন্ত ৩৬টিতে এগিয়ে ‍আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। ৮টি কেন্দ্রে এগিয়ে বামপন্থি সিপিএম ও জাতীয় কংগ্রেস জোট। এছাড়া, বিজেপি প্রার্থীও এগিয়ে রয়েছে একটি কেন্দ্রে।

এর আগে, গত ৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছয় দফায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়। ২৯৪ আসন বিশিষ্ট এ বিধানসভায় সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতায় প্রয়োজন হয় ১৪৮ আসনের।

এই ভোট গণনার পর জানা যাবে, রাজ্যের ৬ কোটি ৩৭ লাখ ভোটার কাকে দিচ্ছে সরকার পরিচালনার ম্যান্ডেট।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এইচএ/

**পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।