ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কেরালায় এলো বাম শাসন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ১৯, ২০১৬
কেরালায় এলো বাম শাসন

ঢাকা: কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিএফ) হটিয়ে দিয়ে এবার কেরালার গদিতে এলো সিপিএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)।

দক্ষিণ ভারতের রাজ্যটিতে এবার শাসনে বামপন্থিরা আসছে, বুথফেরত (এক্সিট পোল) জরিপেই সে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

কেরালার বিধানসভা নির্বাচনের ১৪০ আসনের সবগুলোর চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সর্বোচ্চ ৮৫টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভি এস অচ্যুতানন্দন-পিনারাইয়ের এলডিএফ।

এছাড়া তীব্র প্রতিদ্বন্দ্বী ইউডিএফ পেয়েছে ৪৬ আসন। অন্যান্য দলগুলো ৮টি আসন পেলেও বিজেপি পেয়েছে মাত্র ১টি আসন।     

এ রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ৭১ আসন।

এদিকে বুথ ফেরত জরিপের পর কমিউনিস্ট পার্টি-মার্কসিস্ট (সিপিএম) নেতা সিতারাম বলেছিলেন, এটি মূল ফলাফলের প্রতিনিধিত্ব করে না। দিল্লি, বিহারের নির্বাচনের জরিপের ফলাফলের মাধ্যমে বিষয়টি আমাদের কাছে ইতোমধ্যে পরিষ্কার হয়েছে।

তবে বৃহস্পতিবার ফলাফলের পর তাৎক্ষণিক সিপিএম’র এ নেতার কেনো মন্তব্য পাওয়া যায়নি।

**এলডিএফ ৬৬, ইউডিএফ ৩০, বিজেপি ০
**কেরালায় বিজয়ী: এলডিএফ ২৭, ইউডিএফ ১০
**কেরালায় এগিয়ে এলডিএফ

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।