ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রোগা করতে কেরালায় ‘মোটা’ কর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
রোগা করতে কেরালায় ‘মোটা’ কর

কলকাতা: বিষয়টা অবাক করার মতো হলেও সত্যি, ভারতের কেরালা রাজ্যে রোগা করতে বসানো হচ্ছে মোটা কর বা ফ্যাট ট্যাক্স।

রাজ্যের অর্থমন্ত্রী টি এম টমাস বাৎসরিক বাজেট উত্থাপনের সময় এ কর বসানোর কথা জানিয়েছেন।


 
‘ফ্যাট ট্যাক্স’ হচ্ছে একটি বিশেষ কর যা মূলত ফাস্ট ফুড অর্থাৎ ঠাণ্ডা পানীয় কিংবা যা খেলে ওজন বাড়ে এধরনের খাবারের ওপর বসানো হবে।

 

তবে এ করের হার শুনলে অনেকেই চমকে যেতে পারেন। ১৪ দশমিক ৭ শতাংশ হারে এ কর খাবারের উপর বসানো হবে।
 
এ করের আওতায় পড়বে- পি‍ৎজা, বার্গার, পাস্তাসহ নানা ধরনের ফাস্ট ফুড। ঠাণ্ডা পানীয় ও আইসক্রিমের  ক্ষেত্রেও এ অতিরিক্ত কর দিতে হবে।

রাজ্যের অর্থমন্ত্রী জানান, এ করের মূল উদ্দেশ্য, যুব সমাজকে মুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা।

তবে এ কর ভারতেই প্রথম নয়। এর আগে হাঙ্গেরি, ফ্রান্স, ডেনমার্ক, মেক্সিকোতে এই কর চালু করা হয়। এরমধ্যে কোথাও তা সফল হয়েছে, আবার কোথাও হয়নি।

কিছুদিন আগে কেরালায় মদ নিষিদ্ধ করা হয়। এরপর ফাস্ট ফুডে এই অতিরিক্ত কর, যা ভোজন রসিকদের বেশ বিপাকেই ফেলেছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।