ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষার পাঠদান কর্মসূচি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
ত্রিপুরায় ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষার পাঠদান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার ঊনকোটি জেলা আরক্ষা প্রশাসন ও কৈলাসহর থানার যৌথ উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে নৈতিক শিক্ষার বিষয়ে দিনব্যাপী পাঠদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে কৈলাসহরের পাইতুঁর বাজার এলাকার বিদ্যাসাগর স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্কুলের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পাঠদান করা হয়।

শিক্ষার্থীদের শেখান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অজিত প্রতাপ সিং, এসডিপিও রাজীব সেনগুপ্ত, কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী।

এএসপি অজিত প্রতাপ সিং বলেন, মূলত ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ারে কোনটা ভালো এবং কোনটা খারাপ এই সব বিষয়ে শেখানো হয়েছে। আগামীতেও এই ধরনের কর্মসূচি চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।