ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের কলেজ নির্বাচনেও ‘না ভোট’ চালুর প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
ভারতের কলেজ নির্বাচনেও ‘না ভোট’ চালুর প্রস্তাব

কলকাতা: এবার কলেজ নির্বাচনেও ‘না ভোট’ চালুর প্রস্তাব দিয়েছে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ামক সংস্থা (ইউজিসি)। ইতোমধ্যে ভারতের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ‘না ভোট’ চালু হয়েছে।

নির্বাচনে ভোট দেওয়া ক্ষেত্রে কোনো প্রার্থীকে পছন্দ না হলে ভোটাররা (ছাত্র-ছাত্রী) ‘না ভোট’ প্রয়োগ করতে পারবে। এবার কলেজ এবং বিশ্ববিদ্যালয়য়ের নির্বাচনে এই পদ্ধতির ব্যবহারের প্রস্তাব করেছে সংস্থাটি।

শনিবার (১৬ জুলাই) ইউজিসি’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সাম্প্রতিককালে ভারতের লোকসভা নির্বাচনে এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অনেক না ভোট পড়ছে। ২০১৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রায় দেড় শতাংশ ভোটার ‘না ভোট’ প্রয়োগ করেন। সংখ্যার হিসেবে প্রায় ৮ লাখ ভোটার এই ‘না ভোট’ দিয়েছেন।

পশ্চিমবঙ্গে এ নিয়ম চালু হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, এই বিষয়ে মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই মানা হবে।

বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
ভিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।