ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকাল ট্রেনের দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
লোকাল ট্রেনের দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থেকে আগরতলার মধ্যে প্রতিদিন একটি লোকাল ট্রেন চালুর দাবিতে এবার স্বোচ্চার হলো ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস।

 

মঙ্গলবার (১৯ জুলাই) ধর্মনগর রেলস্টেশন এ দাবিতে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

এদিন দুপুরে আগরতলা থেকে শিলচরগামী লোকাল ট্রেনটি ধর্মনগর স্টেশনে পৌঁছালে তৃণমূল কংগ্রেস দলের কর্মী-সমর্থকরা ট্রেনটিকে ৩০ মিনিটের জন্য অবরোধ করে রাখে। একইভাবে শিলচর থেকে কুমারঘাটগামী লোকাল ট্রেনটি ধর্মনগর স্টেশনে পৌঁছালে একই ভাবে অবরোধ করে রাখ‍া হয়।  

বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্বে দেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিশ্ববন্ধু সেনসহ দলের প্রায় দুই শতাধীক কর্মী সমর্থক।

এ সময় বিশ্ববন্ধু সেন বলেন, তাদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
জিসিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।