ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার সমাবেশে মোদি সরকারের সমালোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
মমতার সমাবেশে মোদি সরকারের সমালোচনা

কলকাতা: ২০১৯ সালে ভারতের লোকসভা ভোটের দিকে নজর রেখে ক্ষমতাসীন দল বিজেপির তীব্র সমালোচনা করেছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  
 
বৃহস্পতিবার (২১ জুলাই) শহীদ মঞ্চ থেকে আগামী লোকসভা ভোটে আঞ্চলিক দলগুলির একত্রিত হওয়ার দিকে ইঙ্গিত দিলেন তিনি।

একই সঙ্গে বিভিন্ন ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনাও করেন।  
 
২১ জুলাই মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশে আগামী দিনের রাজনৈতিক নীল-নকশা এঁকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা কলকাতার সমাবেশে আসেন।  
 
মঞ্চে তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন টেলিভিশন এবং চলচ্চিত্র শিল্পীরা।
  
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই  ২১, ২০১৬
ভিএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।