ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিএসএফ-বিজিবি চার দিনব্যাপী যৌথ বৈঠক শুরু আগরতলায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
বিএসএফ-বিজিবি চার দিনব্যাপী যৌথ বৈঠক শুরু আগরতলায়

আগরতলা: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) মধ্যে সীমান্ত সমন্বয় বিষয়ক এক বৈঠক শুরু হয়েছে আগরতলায়।

 

২৪ জুলাই (রোববার) থেকে আখাউড়া সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) এ আয়োজিত বৈঠক চলবে ২৭ জুলাই (বুধবার) পর্যন্ত।

বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক হাবিবুল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আখাউড়া সীমান্ত দিয়ে এসে বৈঠকে যোগ দেয়।

বৈঠকের শুরুতে বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক হাবিবুল করিম জানান, এটি রুটিন বৈঠক। বছরে দু’বার এ ধরনের বৈঠক হয়ে থাকে। সর্বশেষ হয়েছিল বাংলাদেশের সিলেট শহরে।

বৈঠকে মূলত সীমান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়ে থাকে। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর পর্যায়ের কর্মকর্তারা নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করে থাকেন। সীমান্তের অনেক ছোট ছোট বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকের আলোচ্য বিষয়গুলো উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। মাঠ পর্যায়ের বিষয় নিয়ে আলোচনা খুব জরুরি বলেও জানান মহাপরিচালক হাবিবুল করিম।

এ ধরনের বৈঠক ভারত ও বাংলাদেশের মধ্যে সন্ত্রাসবাদ প্রতিহত করতে সাহায্য করবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান তিনি।
   
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।