ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রীয় মর্যাদায় মহাশ্বেতা দেবীর শেষকৃত্য সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
রাষ্ট্রীয় মর্যাদায় মহাশ্বেতা দেবীর শেষকৃত্য সম্পন্ন

কলকাতা: রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো শক্তিমান বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী মহাশ্বেতা দেবীর শেষকৃত্য।

তার শেষকৃত্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রিসভার সদস্যরাসহ কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।

এসময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএম’র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বিজেপি’র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে মহাশ্বেতা দেবীকে শেষ শ্রদ্ধা জানান।

পরে কলকাতার রবীন্দ্র সদনে মহাশ্বেতা দেবীর দেহ সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য উন্মক্ত করে দেওয়া হয়। সেখানে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

কেওড়াতলা মহাশ্মশানে পুলিশের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয় তাকে। এরপর তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এরআগে বৃহস্পতিবার (২৮ জুলাই) কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শক্তিশালী এ লেখিকা বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতার সঙ্গে কিডনিতে সমস্যা দেখা দিয়েছিল তার। মহাশ্বেতা দেবীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের লেখক, শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
ভিএস/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।