ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ পর্যায়ক্রমে উন্নতির শিখরে যাচ্ছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
বাংলাদেশ পর্যায়ক্রমে উন্নতির শিখরে যাচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বাংলাদেশ পর্যায়ক্রমে উন্নতির শিখরে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার শেখাওয়াত হোসেন।

শনিবার (০৬ আগস্ট) সহকারী হাইকমিশনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায়। আগামী দিনে দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে বিদ্যুতের আওতায় আনা হবে।

হাইকমিশনার শেখাওয়াত হোসেন আরও বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে দু’দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়কে আগামী দিনে ডেপুটি হাই কমিশনের কার্যালয়ে উন্নীত করা হবে বলেও জানান তিনি। এসময় তিনি রাজ্যের সাংবাদিকদের কাছ থেকে সবসময় সহযোগিতা পাবেন বলেও আশা প্রকাশ করেন।

অন্যদিকে মতবিনিময় সভায় প্রথম সচিব মোহাম্মদ মনিরুজামান বলেন, ২০১৫ সালে আগরতলায় অবস্থিত তৎকালীন ভিসা অফিস থেকে ২৫ হাজারেরও বেশি ভিসা দেওয়া হয়েছে।

সভায় সহকারী হাইকমিশনার, প্রথম সচিব ছাড়াও উপস্থিত ছিলেন দ্বিতীয় সচিব মোহাম্মদ ইকবাল হোসেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।