ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় পৌঁছেছেন মমতা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
আগরতলায় পৌঁছেছেন মমতা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: জনসভায় যোগ দিতে আগরতলায় এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (০৮ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ তাকে বহনকারী প্লেনটি আগরতলা বিমানবন্দরে অবতরণ করে।

সফর সঙ্গী হিসেবে পশ্চিমবঙ্গ থেকে দলের কয়েকজন নেতাও রয়েছেন। এদিকে মমতাকে এক ঝলক দেখতে দলের কর্মী–সমর্থকদের সঙ্গে ভিড় করেন সাধারণ নারী-পুরুষও।

বিমানবন্দর থেকে আগরতলার খেজুর বাগানে অবস্থিত রাজ্য অতিথিশালা পর্যন্ত রাস্তার দুই পাশে ছিলো মানুষের ঢল। দলের কর্মী-সমর্থকরা তৃণমূলের দলীয় পতাকা, দলের প্রতীক খচিত শাড়ি পড়ে উপস্থিত হন নারীরা।

মমতার ‘কনভয়’ বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে নারীরা উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান। ‍এ সময় দাঁড়িয়ে হাত নেড়ে উপস্থিত জনতাদের অভিবাদন জানান মমতা।  

পরে ত্রিপুরার নেতাদের সঙ্গে দলীয় বিষয়ে বৈঠক করেন তিনি।

মঙ্গলবার (০৯ আগস্ট) আগরতলার ঐতিহাসিক আস্তাবল ময়দানে জনসভার আয়োজন করেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন মমতা।

এদিকে এ জনসভাকে কেন্দ্র করে আগরতলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট  ০৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।