ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় কৃষি দফতরের তৈরি পানের বরজ পেলেন ২শ’ চাষি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
ত্রিপুরায় কৃষি দফতরের তৈরি পানের বরজ পেলেন ২শ’ চাষি

আগরতলা: ২০১৬-১৭ অর্থবছরে ত্রিপুরার দক্ষিণ জেলার জোলাইবাড়ী ব্লকের অন্তর্গত দু’শ’ ৪ জন চাষিকে পানের বরজ তৈরি করে দেওয়া হয়েছে। ব্লকের অন্তর্গত মোট ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিদের মধ্যে বরজগুলো দেওয়া হয়েছে।

ত্রিপুরা সরকারের কৃষি দফতরের তরফ থেকে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার যোজনা প্রকল্পের মাধ্যমে বরজগুলো দেওয়া হয়েছে। প্রতিটি বরজ তৈরিতে খরচ হয়েছে ৫১ হাজার ৯৫ রুপি (১ রুপি সমান ১.১৭ টাকা)।

আগামী বছর থেকে বরজগুলো থেকে পান তোলা যাবে। প্রতি বছর একটি বরজ থেকে পান বিক্রি করে চাষিরা কমপক্ষে ৩০ থেকে ৪০ হাজার রুপি আয় করতে পারবেন।

সরকারি সাহায্যে পান বরজ পেয়ে বেশ খুশি চাষিরা। দক্ষিণ জেলা কৃষি দফতর থেকে এখবর জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, আগস্ট  ২৩, ২০১৬  
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।