ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় মমতা-মশিউরের সৌজন্য সাক্ষাৎ

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
কলকাতায় মমতা-মশিউরের সৌজন্য সাক্ষাৎ

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষা‍ৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান।

বুধবার (৩১ আগস্ট) পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে এ সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে মশিউর রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের উপ হাইকমিশনার জকি আহাদ।

মশিউর রহমান পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একক ক্ষমতায় জয়লাভের জন্য মুখ্যমন্ত্রী মমতাকে অভিনন্দন জানান। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ।

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের প্রশংসা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সাক্ষাতের এক পর্যায়ে, আগামী দিনে দু’দেশের সম্পর্ক যেনো আরও ভালো হয় এবং দু’দেশের মৈত্রী যেনো চিরকাল অটুট থাকে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ড. মশিউর রহমান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একে অপরের হাতে  উপহার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ভিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।