ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি পদকের জন্য মনোনীত ত্রিপুরার দুই শিক্ষক 

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
রাষ্ট্রপতি পদকের জন্য মনোনীত ত্রিপুরার দুই শিক্ষক 

আগরতলা‍: শিক্ষকতায় অসাধারণ অবদানের জন্য এবছর ত্রিপুরা রাজ্যের দুই শিক্ষক রাষ্ট্রপতি পদকের জন্য মনোনীত হয়েছেন।
 
মনোনীত শিক্ষকরা হলেন- গোমতী জেলার রাজারবাগ এসবি স্কুলের প্রধান শিক্ষক বিধান নন্দী এবং ঊনকোটি জেলার নবীনছড়া হাই স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক অনন্ত চাকমা।

আগামী ৫ সেপ্টেম্বর (সোমবার) শিক্ষক দিবসের দিন দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শিক্ষকদের হাতে এ সম্মান তুলে দেবেন।
 
বিদ্যালয় শিক্ষা দফতরের তরফে এ তথ্য জানানো হয়েছে।  

এদিকে এ খবরে ওই দুই স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা সবাই বেশ অনন্দিত।
 
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।