ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
আগরতলায় নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতজুড়ে পেট্রোল-ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ানোর প্রতিবাদে আগরতলায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ও কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন (এনএসইউআই)।

শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই’র সদস্যরা আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়।

এই মিছিলে ছিলো নরেন্দ্র মোদির কুশপুতুলও। সেখানে প্রধানমন্ত্রীর কুশপুতুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন উভয় সংগঠনের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।