ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা বিধানসভার শরৎকালীন অধিবেশন শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
ত্রিপুরা বিধানসভার শরৎকালীন অধিবেশন শুরু

আগরতলা: ত্রিপুরায় বিদানসভার তিন দিনব্যাপী শরৎকালীন অধিবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ প্রয়াত ত্রিপুরা বিধানসভার সদস্য সমীর দেব সরকারের প্রতি শোক জ্ঞাপনের পর বিধানসভার প্রথম দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

জানা যায়, পূর্ণাঙ্গ অধিবেশন হবে ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) ও ২৬ সেপ্টেম্বর (সোমবার) অধিবেশন শেষে স্পিকার অনির্দিষ্ট সময়ের জন্য বিধানসভা মুলতবি করে দেবেন।

এই অধিবেশনের মধ্য দিয়ে ত্রিপুরা বিধানসভায় প্রথমবারের মতো প্রবেশ করলো তৃণমূল কংগ্রেস দল। তৃনমূল কংগ্রেস দলের ছয় বিধায়কের জন্য বিধানসভায় আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।