ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ট্রাফিক আইন মানলে ‘উপহার’  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
ট্রাফিক আইন মানলে ‘উপহার’   ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সড়ক পথে স্কুটার, মোটরবাইক চালকদের মাথায় হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে ত্রিপুরা পুলিশের ট্রাফিক ইউনিট।  

রাজধানী আগরতলার বিবেকানন্দ ময়দানের সামনের রাস্তা দিয়ে চলাচলকারী মোটর বাইক আরোহীদের মধ্যে যারা হেলমেট ব্যবহার করে বাইক চালাচ্ছিলেন তাদের দাঁড় করিয়ে উপহার হিসেবে একটি করে কলম দেওয়া হয়।

বুধবার (৫ অক্টোবর) বিকেলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের ট্রাফিক ইউনিটের এসপি স্মৃতি রঞ্জন দাস।

বাংলানিউজকে তিনি বলেন, আমরা জোর করে হেলমেট পরতে বাধ্য করাচ্ছি। তবে মোটরবাইক চালকরা নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে হেলমেট ব্যবহার করছেন।  

‘তাদের এই ভবনার প্রতি সম্মান জানিয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ক্ষুদ্র এ উপহারের ব্যবস্থা করা হয়েছে। ’

পাশাপাশি একটি বাইকে দু’জনের বেশি না চড়া ও নিদিষ্ট গতির মধ্যে বাইক চালানোর জন্য আহ্বান জানান এসপি স্মৃতি রঞ্জন দাস।

এদিকে ট্রাফিক ইউনিটের এই উদ্যোগে বাইক চালকরাও খুশি।  

এক বাইক চালক বাংলানিউজেকে বলেন, ট্রাফিক ইউনিটের এই উদ্যোগকে উপহার না ভেবে সম্মান ভাবা উচিৎ। ট্রাফিক আইন মেনে সবার সহযোগিতা করা উচিৎ।

ত্রিপুরা পুলিশের ট্রাফিক ইউনিট আগামী দিনেও এধরনের কর্মসূচি চালিয়ে যাবে বলে জানানো হয়।
  
বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এসএন/ জিপি/এমএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।