ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রথমবারের মতো বিজিবি-বিএসএফ যৌথ ব্যান্ড প্রদর্শন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
প্রথমবারের মতো বিজিবি-বিএসএফ যৌথ ব্যান্ড প্রদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: প্রথমবারের  মতো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) যৌথ ব্যান্ড প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বেনাপোল-পেট্রাপোল সীমান্তে আয়োজিত এই অনুষ্ঠান সীমান্তরক্ষী বাহিনী এবং এলাকার মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে।

চলতি বছরের মে মাসে  মহাপরিচালক পর্যায়ের আলোচনায় এই ব্যান্ড প্রদর্শনী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি’র যশোরের রিজিওন কমান্ডারসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে অংশ নেন বিপুলসংখ্যক সাধারণ মানুষ এবং পর্যটক। দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সুসম্পর্ক এবং সীমান্ত সুরক্ষা জোরদার করতে এই ধরনের অনুষ্ঠান সহায়ক বলে মনে করেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।