ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আনন্দমার্গের উদ্যোগে আগরতলায় ভাইফোঁটা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
আনন্দমার্গের উদ্যোগে আগরতলায় ভাইফোঁটা

আগরতলা: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা’। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে প্রত্যেক বোন তার ভাইদের কপালে ফোঁটা দিয়ে থাকে।

 

মঙ্গলবার (০১ নভেম্বর) ভ্রাতৃ দ্বিতীয়া উপলক্ষে আগরতলায় ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করেছে আনন্দমার্গ আশ্রমের মহিলা কল্যাণ সমিতি।

আনন্দমার্গ আশ্রমের সদস্য অনিল দেবনাথ বলেন, রাজধানীর কলেজ টিলার আনন্দমার্গ আশ্রমে ভাইফোঁটা অনুষ্ঠানে বিভিন্ন বয়সী ভাইদেরকে নানান বয়সী বোনেরা ফোঁটা দেন।

আনন্দমার্গের মূল আদর্শ হচ্ছে, বিশ্ব ভ্রাতৃত্ব। এই আদর্শকে সামনে রেখে সারা বিশ্বের ভাইদের কল্যাণ কামনা করে এ দিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান অনিল দেবনাথ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসসিএন/জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।