ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গুজরাটে পাক ড্রোন ভূপাতিত করলো ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
গুজরাটে পাক ড্রোন ভূপাতিত করলো ভারত গুজরাটের কচ্ছ এলাকায় ভারতীয় সেনা একটি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করে। ছবি: সংগৃহীত 

কলকাতা: ভারতের গুজরাটের  কচ্ছ সীমান্তে পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনাবাহিনী। 

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে। খবরে বলা হয়, কচ্ছ জেলার কাছে ড্রোন বসিয়ে ভারতে নজরদারির চেষ্টা চালাচ্ছিল পাকিস্তান।

তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই ছক বানচাল করে দেয়া হয়েছে।  

এর আগে ভারতের আওতাধীন কাশ্মীর ‘এয়ার স্ট্রাইক’ চালানো হয়। অত্যাধুনিক যুদ্ধবিমানের ১২টি মিরাজ ২০০০ এক সঙ্গে অভিযান চালায়।  

এতে বালাকোট শহরের তিনটি জঙ্গি আস্তানায় চালানো হামলায় গুঁড়িয়ে যায় জঙ্গিরা। এতে কমপক্ষে ৩০০জনের মতো নিহত হয়।  

যদিও পাকিস্তান দাবি করছে, এ হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।  

রাত সাড়ে ৩টার দিকে ওই হামলার ‘সফলতা’র পর মুজফফরাবাদেও ড্রোন নামায় ভারতীয় সেনারা।  

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।