ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় সারা ভারত কৃষক সভার বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
আগরতলায় সারা ভারত কৃষক সভার বিক্ষোভ মিছিল ...

আগরতলা (ত্রিপুরা): ১৫ দফা দাবিকে সামনে রেখে শুক্রবার (০৮ জানুয়ারি) আগরতলায় বিক্ষোভ মিছিল করেছে বামফ্রন্ট সমর্থিত সারা ভারত কৃষক সভার পশ্চিম জেলা কমিটি।

এদিন দুপুরে কমিটির সদস্যরা আগরতলার মেলারমাঠ এলাকা থেকে মিছিল নিয়ে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শ্রম কমিশনার অফিসের সামনে এসে মিলিত হন।

পরে একটি প্রতিনিধি দল গিয়ে শ্রম কমিশনারের হাতে ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।  

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, সাবেক মন্ত্রী মানিক দে, সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্রী তথা বামফ্রন্টের নারীনেত্রী পাঞ্চালি ভট্টাচার্য প্রমুখ।

সারা ভারত কৃষক সভার পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে অংশ নেয় সিআইটিইউর ত্রিপুরা রাজ্য কমিটিও।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।