ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
ত্রিপুরায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ ...

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার থেকে বর্হিঃরাজ্যে পাচারের সময় বিপুল পরিমাণ শুকনো গাঁজা জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার পুলিশ বড়মোড়া এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে চলাচলকারী যানবাহনে তল্লাশি চালিয়ে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করে।

পুলিশের এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) ইন্দ্রজিৎ দেববর্মা জানান, আগরতলা থেকে অন্য রাজ্যগামী ট্রাকের গোপন কক্ষ থেকে জব্দ হয় ৩২টি গাঁজার প্যাকেট। এগুলিতে মোট ৩০৫ কেজি ৫০০ গ্ৰাম শুকনো গাঁজা ছিল। এগুলির বাজার মূল্য ১৫ লাখ রুপির বেশি। সেই সঙ্গে আটক করা হয়েছে গাড়ির চালক রামজি যাদব (৩৭) এবং সহচালক সঞ্জয় যাদবকে (৪০)। চলক এবং সহচালককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা যায় গাঁজাগুলো পশ্চিম জেলার খয়েরপুর এলাকার কোনো একটি জায়গা থেকে বোঝাই করে শিলং এর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।