ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঘূর্ণিঝড় ‘অশনি’ ত্রিপুরায় আঘাত হানবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ১০, ২০২২
ঘূর্ণিঝড় ‘অশনি’ ত্রিপুরায় আঘাত হানবে না

আগরতলা(ত্রিপুরা): সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘অশনি’ ত্রিপুরা রাজ্যে সরাসরি আঘাত হানবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের অফিস।

মঙ্গলবার (১০ মে) আগরতলা বিমান বন্দরস্থিত আবহাওয়া অফিসের অধিকর্তা নেহুল কুলকার্নি বাংলানিউজকে একথা জানিয়েছেন।

তবে অশনির জেরে রাজ্যজুড়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে। সোমবার (৯ মে) রাত থেকে আগরতলাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবারও বৃষ্টি হচ্ছে।

নেহুল কুলকার্নি বলেন, এই মুহূর্তে ঘূর্ণিঝড় ‘অশনি’ অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকুলে রয়েছে। তবে যে অঞ্চলে ঘুর্ণিঝড় থাকে সেই অঞ্চলে বাইরের দিকে বড় আকারের আর একটি নিম্নচাপের হাল্কা বলয় তৈরি হয়। এর জেরে ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী সাত দিন অর্থাৎ সোমবার (১৬ মে) পর্যন্ত রাজ্যে মাঝারি থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রার পরদ কিছুটা নিচে নেমেছে মঙ্গলবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্নতাপমাত্রা থাকবে যথাক্রমে ২৯ডিগ্রী সেলসিয়াস এবং ২৪ডিগ্রী সেলসিয়াস। একই ভাবে আগামী রোববার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩১ডিগ্রী সেলসিয়াস উঠবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ১০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।