ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘ভুয়া নিয়োগপত্র কতজন পেয়েছে?’, সিবিআই-কে প্রশ্ন বিচারপতির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
‘ভুয়া নিয়োগপত্র কতজন পেয়েছে?’, সিবিআই-কে প্রশ্ন বিচারপতির

কলকাতা: ‘৮ হাজার ১৬৩টি জালিয়াতির মধ্যে ভুয়া নিয়োগপত্র কতজন পেয়েছেন?’ পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মামলায় মঙ্গলবার (১৫ নভেম্বর) জমা দেওয়া তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে তদন্তকারী সংস্থা সিবিআইকে এমন প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তবে এ প্রশ্নের উত্তর পেতে সিবিআইয়ের বিশেষ টিম প্রধানকে বুধবার (১৬ নভেম্বর) দুপুর ২টার মধ্যে আদালতে তলব করেছেন বিচারপতি অভিজিৎ।

এদিন মামলার শুনানি শুরুর আগেই সিবিআই, শিক্ষক নিয়োগ মামলায় ওএমআর শিটের (উত্তরপত্র) জালিয়াতি তদন্ত সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দেয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির (সিবিআই) দাবি, এসএসসি-র ওএমআর শিটে ৮ হাজার ১৬৩টি জালিয়াতি ধরা পড়েছে। তবে এর বেশিকিছু এদিন আদালতে স্পষ্ট করেনি সংস্থাটি।

শিক্ষক নিয়োগের ওই পরীক্ষায় ওএমআর শিট জালিয়াতি হয়েছে, যার জেরে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দিয়েছে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সম্প্রতি কলকাতা হাইকোর্টে এ অভিযোগ তুলেছিলেন চাকরি প্রত্যাশীরা।

যার প্রেক্ষিতেই শিক্ষক নিয়োগ মামলায় ওএমআর শিট জালিয়াতি উদঘাটনে সিবিআইয়ের বিশেষ টিম গঠনের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার  ছিল এই সংক্রান্ত মামলারই শুনানি।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের গঠিত টিম নিয়ে চলতি মাসের শুরুতে অসন্তোষ প্রকাশ করছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, টিমের কয়েক জন সদস্য ঠিক মতো কাজ করছেন না। প্রয়োজনে ওই সদস্যদের পরিবর্তন করতে হবে।  

এছাড়া শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার গতিপ্রকৃতি নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন বিচারপতি। বলেছিলেন, ‘আসল অপরাধী কে তা সবাই জানেন, কিন্তু আমার জীবদ্দশায় তিনি বা তারা গ্রেফতার হবেন কিনা, তা জানা নেই। ’

বিচারপতির সেই কড়া নির্দেশের পরই এসএসসি-র চাকরিপ্রত্যাশী যারা পরীক্ষা দিয়েছিলেন, তাদেরকে সম্প্রতি ডেকে পাঠিয়েছিল সিবিআই। কলকাতার নিজাম প্যালেসে চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তার প্রেক্ষিতেই এদিন ওই রিপোর্ট আদালতে জমা দিয়েছিল তদন্তকারী সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
ভিএস/এনএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।