ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে শহরে আসছেন শাহরুখ, বচ্চন, জয়া 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে শহরে আসছেন শাহরুখ, বচ্চন, জয়া 

কলকাতা: ২৮তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বিধানসভায় আপডেট দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ডিসেম্বরেই কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বাংলার মেয়ে-জামাই জয়া এবং অমিতাভ বচ্চন। উপস্থিত থাকবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান।

যদিও অক্টোবর মাসেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিধানসভা থেকে বের হওয়ার সময় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৫ ডিসেম্বর চলচ্চিত্র উৎসব শুরু হবে। উদ্বোধন করবেন শাহরুখ খান, অমিতাভ বচ্চনরা। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
তবে শাহরুখ খানের আসার বিষয়টি এখনও নিশ্চিত নয়। বাকি অতিথিদের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। তারা সম্মতিও দিয়েছেন।

চলচ্চিত্র উৎসবের সঙ্গে প্রতিবারই জড়িয়ে থাকেন টলিউডের নানান কলাকুশলীরা। গত বছর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব সামলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। এবারও তিনিই থাকছেন।

উল্লেখ্য, বলিউড বাদশাকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করেন বাংলার দিদি মমতা। জয়া বচ্চনের সঙ্গেও মমতার ঘনিষ্ঠ সম্পর্ক। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তৃণমূলের হয়ে বাংলায় প্রচার করেছিলেন জয়া বচ্চন। এর আগেও কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে দেখা গেছে জয়া-অমিতাভ, শাহরুখ থেকে শুরু করে শত্রুঘ্ন সিনহাদের মতো তারকাদের।

তবে গত মাসের ২৯ অক্টোবর কলকাতায় শুরু হয়েছিল চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। পাঁচদিনের চলচ্চিত্র উৎসবের শেষ হয়েছিল ২ নভেম্বর। চলতি বছর যা যথেষ্ট সারা পেয়েছে। বিশেষ করে এবারে কলকাতাবাসীর উৎসাহ ছিল মেজবাউর রহমান সুমনের, হাওয়া নিয়ে। বাধ্য হয়েই উদ্যোক্তাদের পাঁচদিনে, ছয়বার দেখাতে হয়েছিল চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া। কিন্তু তাতেও চাহিদা না মেটায় আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবে 'হাওয়া' ছবিটি দেখানোর ব্যাপারে নন্দন কর্তৃপক্ষ প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে।

যদিও বিষয়টি দু'দেশের সরকারি পর্যায়ের অনুমতি দরকার।  এমনই জানিয়েছিলেন,কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রেস সচিব রঞ্জন সেন। তবে সব মিলিয়ে এ ডিসেম্বরেই শীতের আমেজে কলকাতাবাসী আরও একবার প্রস্তুত হচ্ছে  দেশ-বিদেশের নামী সিনেমা উপভোগ করতে।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০২২
ভিএস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।