ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে দুই কোম্পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে দুই কোম্পানি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ও ইভিন্স টেক্সটাইল লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইন্ট্রাকো: ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ২’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩০ জুন ও সেপ্টেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ইভিন্স টেক্সটাইল: ইভিন্স টেক্সটাইলের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবি১+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। কোম্পানিটির ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

দু’কোম্পানির রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।