ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের ৯ পদনাম পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
বাংলাদেশ ব্যাংকের ৯ পদনাম পরিবর্তন

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের জেনারেল ও ক্যাশ সাইডের বেশ কিছু পদনামের পরিবর্তন হয়েছে। চলতি ২০২৪ এর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (০৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সম্পর্কিত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা অনুয়ারী কারেন্সি অফিসার হবে নির্বাহী পরিচালক (কারেন্সি), মহারব্যবস্থাপক হবে পরিচালক (ক্যাশ), উপমহাব্যবস্থাপক হবে অতিরিক্ত পরিচালক (ক্যাশ), যুগ্মব্যবস্থাপক (ক্যাশ) হবে যুগ্মপরিচালক (ক্যাশ), উপব্যবস্থাপক হবে উপপরিচালক, উপব্যবস্থাপক (ক্যাশ) হবে উপপরিচালক (ক্যাশ), সহকারী ব্যবস্থাপক হবে সহকারী পরিচালক এবং সহকারী ব্যবস্থাপক (ক্যাশ) হবে সহকারী পরিচালক (ক্যাশ)।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৪
জেডএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।